November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 5:55 pm

দেশের সকল মানুষকে নিয়ে জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন- দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল মানুষকে নিয়ে জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নাটোর উপ শহরে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দুলু বলেন—,‘৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আধিপত্যবাদ এবং ভারতের দালালরা গ্রেফতার করে রেখেছিল। সেই সময় সিপাহ জনতার আন্দোলনের মাধ্যেমে দিয়ে জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের  স্বাধিনতা ,গনতন্ত্র স্বর্ভমৌত্ব রক্ষা পেয়ে ছিলো ছিল।

সেদিন তা না হলে বাংলাদেশ আজ পার্শ্ববর্তী অঙ্গরাষ্ট্রে পরিণিত হতো। দেশ এগিয়ে যাচ্ছিলো কিন্তু মাঝ খানে  এই আধিপত্যবাদের দোরসরা

১৬ বছর বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আবারো বিপন্নের মুখোমুখি হয়।

দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন রাষ্ট্রভার গ্রহন না করতো তাহলে বিএনপির নামে যে জাতীয়তাবাদী দল তা হতো না।

তিনি হিন্দি, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল মানুষকে নিয়ে  জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফেরত এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে যাবে। তাঁর যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণিত হবে।

নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুনসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।