November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 6:14 pm

চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’

 

পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার (৮ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাগত জানানোর সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে। এছাড়া, জাহাজটিকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, পাকিস্তান নৌবাহিনী জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা’ তাদেরকে স্বাধীনতা অভ্যর্থনা জানিয়েছিল।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি এবং জাহাজ পরিদর্শন করবেন। একইসাথে, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন।

পাকিস্তান নৌবাহিনী জাহাজের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সৌহার্দপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, সফর শেষে জাহাজটি আগামী বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ত্যাগ করবে।

এনএনবাংলা/