November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 2:39 pm

সেই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সারওয়ার

 

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুমের দুটি মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে আর আইনি লড়াই করবেন না ব্যারিস্টার এম সরওয়ার।

রবিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন জানিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেকে এ মামলাগুলো থেকে প্রত্যাহার করেন তিনি।

ব্যারিস্টার সরওয়ারের আবেদন গ্রহণ করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্যের বিচারিক প্যানেল। এর ফলে ওকালতনামা থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হয়েছে।

এর আগে, গত ২২ অক্টোবর তিনটি মামলায় মোট ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সরওয়ার। পরদিনই তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

ওই দিন এক প্রেস ব্রিফিংয়ে ব্যারিস্টার সরওয়ার বলেছিলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতের অনুমতি নিয়ে আমরা তাদের পক্ষে ওকালতনামা স্বাক্ষর করেছি। তিনটি আবেদন দাখিল করা হয়েছে, যার মধ্যে একটি জামিনের আবেদনও রয়েছে। এছাড়া প্রিভিলেজ কমিউনিকেশন এবং সাবজেলে রাখার আবেদনও করা হয়েছে।”

উল্লেখ্য, গুমের দুই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৩ নভেম্বর এবং রামপুরায় ২৮ হত্যা মামলার শুনানি হবে ২৪ নভেম্বর নির্ধারিত হয়েছে।

এনএনবাংলা/