স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন থেকে রাজধানীর ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন।
রবিবার (৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিকেল ৩টায় উপদেষ্টা আসিফ মাহমুদ ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত থেকে ভোটার হিসেবে নিবন্ধন করবেন।
ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই ঢাকা-১০ আসনে এখনো বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেনি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনাও চলছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে এ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।
এর আগে আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন। সেই আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে পারেন— এমন গুঞ্জনও একসময় শোনা গিয়েছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি গ্রামবাসী ও সাংবাদিক আহত
বিএনপির মনোনয়ন নিয়ে ময়মনসিংহে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ: মীর স্নিগ্ধ