November 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 3:30 pm

সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া তার নামে থাকা পঞ্চগড় জেলায় ৯৯ একর জমি ও ঢাকায় একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। খবর (বাসস)

আজ দুদক-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ  মো. সাব্বির ফয়েজে এ আদেশ দেন।

এ ছাড়া তার নামে থাকা ৩৬ কোম্পানির বিনীয়োগ ও ২৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়ার হয়েছে।

তাছাড়া তার আয়কর নথিও জব্দের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে আরো বলা হয়েছে, আসামি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং তার নিজ, যৌথ ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৪৫টি হিসাবে ১০৯ কোটি ২২ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রুপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেন।

এমতাবস্থায় আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি।

এছাড়া তিনি একজন আয়কর দাতা। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

এছাড়া তার নামে থাকা জমি জব্দ ও ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা প্রয়োজন।

এনএনবাংলা/