স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দায়িত্ব পালনের সময় অস্বাভাবিক সম্পদ অর্জন ও প্রভাব খাটানোর অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে বলে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
দুদক সূত্র আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে স্থাবর-অস্থাবর বিপুল সম্পদের তথ্য পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সম্পদের উৎস ও বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দুদক তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল, যেখানে আয়-ব্যয়ের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এখন সম্পদের পূর্ণাঙ্গ হিসাব চাওয়া হয়েছে।
দুদক জানিয়েছে, নির্দেশ অনুযায়ী সম্পদের বিবরণ না দিলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র অনুযায়ী, স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব পালনকালে কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অপব্যবহার, নিয়োগ বাণিজ্য ও সরবরাহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদ যাচাই শুরু করে দুদক।
এর আগে গত ২১ মে দুদক তুহিন ফারাবী, ডা. মাহমুদুল হাসান ও এনসিপির বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
তুহিন ফারাবীর বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে কাজ করার সময় ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। তার ও পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, আয়কর নথি ও ব্যাংক হিসাবের বিবরণ জমা দিতে বলা হয়েছিল।
একইভাবে, ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও তদবির ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মে তাদের বিরুদ্ধে দেশত্যাগ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নিষেধাজ্ঞা দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব।
এনএনবাংলা/

আরও পড়ুন
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি গ্রামবাসী ও সাংবাদিক আহত
বিএনপির মনোনয়ন নিয়ে ময়মনসিংহে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য