November 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 4:50 pm

দেশের চলমান সব সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে চলমান সংকট চলছে, তা মূলত একটি নাটকের অংশ। সাধারণ মানুষ এসব জটিলতা বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দল। আমরা কথা ও কাজে বিশ্বাস করি, মুনাফিকিতে নয়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। ১৯৭১ সালেও গণহত্যা হয়েছিল, তবে পার্থক্য হলো—একাত্তরে পাকিস্তানিরা এদেশের কিছু লোক নিয়ে গণহত্যা চালিয়েছিল, আর এবার শেখ হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করে গণহত্যা ঘটিয়েছেন।

বিএনপি মহাসচিবের দাবি, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই সাধারণ মানুষের দুঃখ-কষ্ট তারা অনুধাবন করতে পারে না। তিনি বলেন, কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, শাকসবজিও বিক্রি করতে পারছে না। হিমাগারে আলু অবিক্রিত পড়ে আছে, সার সংকটে কৃষক চাষাবাদে বিপাকে পড়ছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

নারী ও কৃষকদের কল্যাণে বিএনপির উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবো, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।

গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিন গণভোটও হতে হবে। গণভোটের সনদ সাধারণ মানুষ বোঝে না—এসব বোঝে শিক্ষিত মানুষরা। আমরা সব সংস্কারে রাজি, তবে যেসব বিষয়ে একমত নই, তা সংসদে পাস হতে দেব না।

নির্বাচনী আহ্বানে তিনি বলেন, ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি হয়তো আর নির্বাচন করার মতো শারীরিকভাবে সক্ষম থাকব না—এটাই আমার শেষ নির্বাচন। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।

সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এনএনবাংলা/