November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 6:27 pm

সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের খবর গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার খবর ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী আগের মতোই দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। এ সংক্রান্ত যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”

আওয়ামী লীগের লকডাউন বা শাটডাউনের কর্মসূচি নিয়ে সরকারের উদ্বেগ আছে কি না— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “সরকার কোনোভাবেই শঙ্কিত নয়। আইন অনুযায়ী সবকিছু নিয়ন্ত্রণে রাখা হবে।”

এনএনবাংলা/