November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 6:48 pm

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৬ প্রাণ,  একদিনে আক্রান্ত ১,১৯৫

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

রোববার (৯ নভেম্বর) সকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৯৫ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রামে ১৩২ জন, ঢাকায় ২৭৮ জন (ঢাকা উত্তর সিটিতে ২২০ এবং দক্ষিণ সিটিতে ১১৫), খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহীতে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৭৮ হাজার ৫৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

এনএনবাংলা/