November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 7:09 pm

রংপুরে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি র‌্যালী অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন-নবী ডন এর পক্ষে রংপুর নগরীতে ধানের শীষের গণ মিছিল অনুষ্ঠিত। উক্ত র‌্যালী রবিবার (৯ নভেম্বর) দুপুরে সাধারন নগরবাসীর আয়োজনে নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু করে টাউন হল চত্বর, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব এড়িয়া দিয়ে প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।আসন্ন ত্রয়োদশ সাধারন নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে ধানের শীষের পক্ষে চুড়ান্ত প্রার্থী হিসেবে রংপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব মাহফুজ উন নবী ডন কে মনোনয়নের দাবিতে র‌্যালী জানান হয়। এ সময় র‌্যালীতে অংশগ্রহণকারী কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, রংপুর-৩ (সদর) আসনে বিএনপি’র জনপ্রিয় তরুণ আইনজীবী ও দলের নিবেদিত প্রাণ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডঃ মাহফুজ উন নবী ডন কে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চুড়াই মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।এ সময় রংপুরের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।