November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 7:28 pm

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার খুলনার দুই সাংবাদিক খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ

খুলনায় সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি আহত হয়েছেন। শনিবার (০৮ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়স্থ সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিএফইউজে নেতা শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেওয়ার জন্য ফোন করলে বিপ্লব আবির নামে এক ব্যক্তি তাঁকে শিববাড়ি মোড়ে ডেকে নেয়। পরে তিনি ও সহকর্মী মনি সেখানে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তিনি টাইগার গার্ডেনে গিয়ে আশ্রয় নেন, তবে মনিকে মারধর করে আহত করা হয়। পরে সাংবাদিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তা পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় নেয় বলে জানা গেছে।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।

এই ঘটনায় সাংবাদিক তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও খুলনা প্রেসক্লাব পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ও নির্বাহী সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেন, মুক্ত গণমাধ্যম বিরোধী যে কোনো অপতৎপরতা রুখতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। অতীতে কোনো স্বৈরাচার সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

এদিকে এ হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ রোববার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি ঘোষণা করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেসক্লাব।।