নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে সিংড়া কোর্ট মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী পলকের চাচা শশুর অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সভায় পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।
এসময় উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি এডভোকেট শামীম হোসেন ও সাইদুর রহমান সাধুর, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন
বেকারত্বই যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে,নিরপেক্ষ নির্বাচনই পারে তরুণদের ভবিষ্যৎ গড়তে : রকিবুল ইসলাম বকুল
মহানগর মহিলা দলের নেতৃবৃন্দের সাথে রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী সভা
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার খুলনার দুই সাংবাদিক খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ