November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 7:32 pm

মহানগর মহিলা দলের নেতৃবৃন্দের সাথে রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী সভা

রংপুর প্রতিনিধি:

‎রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রংপুর-৩ আসনের সংসদ সদস্য  প্রার্থী মোঃ সামসুজ্জামান সামুর জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দের  সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার বিকেলে নগরীর মুলাটোল এলাকার তিলোত্তমা হোটেলে এই সভার আয়োজন করেন

রংপুর-৩ আসনের সংসদ সদস্য  প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু। এতে মহানগর, ও বিভিন্ন  ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের  নেত্রীবৃন্দসহ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের নারী নেতৃত্বের কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণের জন্য এই সমাবেশের আয়োজন করা হয়।

সভায় বিএনপি মনোনীত রংপুর -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, “রংপুর বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির শক্তি হলো আপনাদের মতো নিবেদিত প্রাণ কর্মীরা। আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী মহিলা দলই মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। নারী সমাজকে জাগিয়ে তুলতে পারলেই আমরা বিজয়ী হব।”

‎তিনি আরও বলেন, “এই নির্বাচন কেবল একটি আসনের লড়াই নয় এটি গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদেরকে সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই সংগ্রামে মহিলা দল হবে আমাদের প্রথম সারির সৈনিক।”

‎তিনি মহিলা দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ঘরে ঘরে যেতে হবে, নারী ভোটারদের সঙ্গে কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে কেন পরিবর্তন দরকার। নারীরাই পারেন সমাজে পরিবর্তনের সূচনা করতে।

এসময় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল,  জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি,সাধারণ সম্পাদক সাবেক সিটি কাউন্সিলর  আরজানা সালেক, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১০ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি শাহিদা বেগম,  সাধারণ সম্পাদক মোখছেলিনা মুন্নী, ১১ নং ওয়ার্ডের  সভাপতি  সুমি আক্তার,  সাধারণ সম্পাদক এসমত আরা,১২ নং ওয়ার্ড খাদিজা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সুমি আক্তার, ১৩ নং ওয়ার্ড সভাপতি আয়শা বেগম, সাধারণ সম্পাদক সালমা বেগম,১৫ নং ওয়ার্ড সভাপতি  মনিরা খাতুন, সাধারণ সম্পাদক নীলা আক্তার, ১৮ নং ওয়ার্ড সভাপতি রোজিনা বেগম, সাধারণ সম্পাদক কেয়া বেগম, ১৯ নং ওয়ার্ড সভাপতি নারগিস বেগম, ২২ নং ওয়ার্ড সভাপতি তাহরিমা এমিলি, সাধারণ সম্পাদক মুস্তারী বেগম, ২৩ নং ওয়ার্ড সভাপতি মুক্তা বেগম, ২৪ নং ওয়ার্ড সভাপতি হেনা পারভীন, সাধারণ সম্পাদক আফরোজা মনি,২৫ নং ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক ফেন্সি বেগম, ২৬ নং ওয়ার্ড নারগিস পারভীন, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেলি, ২৯ নং ওয়ার্ড সভাপতি সুলতানা বেগম, সাধারণ সম্পাদক শিউলী বেগম,৩০ নং ওয়ার্ড সভাপতি সেলিনা বেগম,সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমূখ।

এসনয় নারী নেত্রীরা বলেন, আমরা রংপুরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা রক্ষা। আসন্ন নির্বাচনে আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেব।”

‎ “নারীরা যখন মাঠে নামে, তখন কোনো শক্তিই তাদের ঠেকাতে পারে না। আমাদের কর্মীরা ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে কাজ শুরু করেছে। আমরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছি।”সভা শেষে উপস্থিত সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সমাপনী বক্তব্যে রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন,এই ঐক্যই আমাদের শক্তি। মহিলা দলই আগামী নির্বাচনে বিজয়ের সোপান তৈরি করবে। আসুন, আমরা সবাই মিলে রংপুরকে আবারও গণতন্ত্রের দুর্গে পরিণত করি। সভা শেষে ধানের শীষের পক্ষে স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে তিলোত্তমা হোটেল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এতে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।