খুলনা ব্যুরো :
দেশে বাড়তে থাকা বেকারত্বই যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন,যুবকদের হতাশা দূর করতে হলে আগে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।তবেই দেশের তরুণরা চাকরি পাবে,সমাজ মাদকমুক্ত হবে।
রবিবার বেলা ১১টার খুলনার খালিশপুর বয়রা মোড় থেকে খালিশপুর থানা ছাত্রদলের আয়োজনে মাদক বিরোধী র্যালি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বকুল বলেন,আমাদের দেশের তরুণরা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না।এই হতাশা থেকেই অনেকেই মাদকের মতো ভয়ংকর পথে পা বাড়াচ্ছে।এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। “দেশে অন্তত ১ কোটি তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে মাদককে চিরতরে নির্মূল করা সম্ভব,যোগ করেন তিনি।বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, “কালবিলম্ব না করে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। যত দ্রুত এই নির্বাচন হবে,তত দ্রুত তরুণরা চাকরির সুযোগ পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।সমাবেশে “যেখানেই মাদক, সেখানেই লড়াই,যেখানেই মাদক, সেখানেই প্রতিবাদ” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। রকিবুল ইসলাম বকুল উপস্থিত তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “মাদককে না বলুন, খেলাধুলা ও সৃজনশীলতাকে হ্যাঁ বলুন। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই আমরা একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারব।”
মাদকবিরোধী র্যালিটি বয়রা মোড়, বৈকালি মোড়,খুলনা পলিটেকনিক কলেজ মোড় হয়ে খালিশপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজী মুহাম্মদ মহসিন কলেজের সামনে গিয়ে শেষ হয়।এ সময় রকিবুল ইসলাম বকুল ঘোষণা দেন—খালিশপুর থানা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় ২২টি স্কুল ও মাদ্রাসাকে নিয়ে একটি আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে,যা আগামীকাল প্রভাতী স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠিত হবে।তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে এবং মাদক থেকে দূরে রাখবে।র্যালিতে সভাপতিত্ব করেন খালিশপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মিজান হোসেন মানিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফয়সাল বাপ্পী।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও র্যালিতে বিভিন্ন কলেজ ও স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
র্যালিটি শেষে রকিবুল ইসলাম বকুল অংশগ্রহণকারী শিক্ষার্থী,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন,যুবসমাজই আমাদের শক্তি তাদের বাঁচাতে হলে আজই মাদকবিরোধী আন্দোলনে নামতে হবে।

আরও পড়ুন
মহানগর মহিলা দলের নেতৃবৃন্দের সাথে রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী সভা
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংড়ায় জনসভা অনুষ্টিত
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার খুলনার দুই সাংবাদিক খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ