মেহেরপুর সদরের রাজনগর গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনা ঘটেছে। বিলে শাপলা (পদ্মফুল) তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন ভাইয়ের চার মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফাতেমা (১৪), আফিয়া (১২), মিম (১৪) ও আলিয়া (১৩)। তারা একই গ্রামের শাহারুল ইসলাম, আব্দুস সামাদ ও ইসহাক আলীর মেয়ে। ইসহাক, শাহারুল ও সামাদ পরস্পরের চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, দুপুরে চার শিশু একসঙ্গে বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে বিলে শিশুদের মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি গ্রামবাসী ও সাংবাদিক আহত
বিএনপির মনোনয়ন নিয়ে ময়মনসিংহে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ: মীর স্নিগ্ধ