ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামবাসী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ঘটনা ঘটেছে শনিবার (৮ নভেম্বর) নাবলুসের দক্ষিণে বেইতা গ্রামের কাছে, যেখানে স্থানীয়রা জলপাই সংগ্রহের জন্য জড়ো হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ের ওপরের একটি চৌকি থেকে কয়েক ডজন মুখোশধারী বসতি স্থাপনকারী লাঠি, ক্লাব এবং বড় পাথর নিয়ে আক্রমণ করে। হামলায় রয়টার্সের আলোকচিত্রী রানিন সাওয়াফতা ও নিরাপত্তা উপদেষ্টা গ্র্যান্ট বাউডেন আহত হয়েছেন। সাওয়াফতার ক্যামেরা ভেঙে দেওয়া হয়।
ইসরায়েলি মানবাধিকারকর্মী জোনাথন পোলাক জানান, প্রায় ৫০ জন মুখোশধারী লোক মাটিতে পড়ে থাকা সাওয়াফতাকে পেটায় এবং তাকে সাহায্য করতে আসা অন্যান্যদেরও আক্রমণ করে। হামলাকারীরা হিব্রু ভাষায় চিৎকার করে, মানুষকে ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করে। আহতদের নাবলুসের হাসপাতালে নেওয়া হয়েছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র অক্টোবর মাসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অন্তত ২৬৪টি হামলা চালিয়েছে। ২০০৬ সাল থেকে তথ্য সংগ্রহ করা শুরু হওয়ার পর এটিই একমাসে সর্বাধিক হামলার ঘটনা।
ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই ধরনের হামলার তদন্ত প্রায়ই হয় না এবং হামলাকারীরা সাধারণত শাস্তি পায় না।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির মনোনয়ন নিয়ে ময়মনসিংহে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ: মীর স্নিগ্ধ
বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো তিন ভাইয়ের ৪ মেয়ের