আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। যদি নির্বাচন পিছিয়ে যায়, তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে।
তিনি আরও বলেন, এখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যেন আমরা দেশের জন্য কিছুই করিনি। আজ যারা ২৪ সালের আন্দোলনের কথা বলে, তারাই সব করেছে বলে দাবি করছে। কিন্তু আমরা একাত্তরের সেই শহীদদের ভুলতে পারি না— যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, যে চক্র মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সঙ্গে মিলে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আজ তারাই আবার দেশটাকে গ্রাস করার ষড়যন্ত্র করছে। তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে চাচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা