ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের নামে থাকা ১২টি ব্যাংক হিসাবের মোট ২ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯২৬ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাদেক খান ক্ষমতার অপব্যবহার, ভূমি দস্যুতা ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।
এছাড়া, সংসদ সদস্য থাকাকালে নিজের ও নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
তদন্তে সাদেক খানের নামে উক্ত অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তন করে বিদেশে আত্মগোপনে যেতে পারেন। তদন্তের স্বার্থে তাই আদালতের কাছে উক্ত ব্যাংক হিসাবসমূহ ফ্রিজ করার আবেদন জানানো হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন