পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম চিহারু (৭০) নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের প্রবাসী কল্যান ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি খামার নারায়নপুর গ্রামের মৃত খেন্দু মোহাম্মদের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ বৃদ্ধ তার নাতির মোটর সাইকেলে করে নিজ বাড়ি খামার নারায়রপুর থেকে পীরগঞ্জ রেজিষ্ট্রি অফিসে আসছিলেন। প্রবাসী কল্যান ব্যাংকের সামনে একটি সিএনজি চালিত অটো রিক্সাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক ব্রেক চাপেন। এতে রাস্তায় ছিটকে পড়েন মোটর সাইকেল আরোহী সালাম। এসময় রানীশংকৈল অভিমুখি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড