ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে সরকারি ক্যানেলে মাটির বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ফসলী মাঠ থেকেও যেমন পানি বের হতে পারছেনা। তেমনি প্রায় দু’শ পরিবার জলবদ্ধতার দুষিত পরিবেশে দুর্ভেোগের শিকার হয়েছেন।
জানাগেছে, বেতুয়ান গ্রামের দক্ষিণ পাড়ার মজিদ সরকারের ছেলে বাবু সরকার,মৃত ময়দান প্রাং এর ছেলে হযরত আলী,মৃত গফুর প্রামানিকের ছেলে রওশন আলী,মৃত হাসান সরকারের ছেলে জব্বার,হারান প্রমানিকের ছেলে রবি,মৃত ছলিম প্রামানিকের ছেলে সাইফুল,সাইদুলের ছেলে সাগর তারা যার যার বাড়ির সামনে ক্যানেলে মাটি ফেলে ভরাট করে রাস্তা তৈরি করেছে। ফলে পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধার সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ক্যানেলের পূর্ব পাশে পাকা রাস্তা ও পশ্চিম পাশে সারিবদ্ধ বাড়ি। মাঝখান বরাবর এক কিলোমিটার ক্যানেল ফসলী জমির সাথে সংযুক্ত। পানি নিষ্কাশনের সুবিধার্থে পরিবারগুলোর যাতায়াতের জন্য ক্যানেলের ওপর বাঁশের চরাট দিয়ে সাকোঁ তৈরি করা হতো। হঠাৎ কয়েকটি পরিবার প্রভাব খাটিয়ে মাটি ফেলে ভরাট করে রাস্তা নির্মাণ করায় দুর্ভেোগ নেমে আসে।
বেতুয়ান গ্রামের জয়নুল আবেদীন বলেন, উপজেলা প্রশানকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন,এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড