গাজীপুরে সংসদীয় ৫টি ও বাগেরহাটের ৪টি আসন বহাল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বাগেরহাটের সংসদীয় আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
এর ফলে নির্বাচন কমিশনের (ইসি) বাগেরহাটের আসনসংখ্যা চার থেকে তিনে কমানোর প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে গাজীপুরে ছয়টি নয়, বরং পাঁচটি আসনই বহাল থাকবে বলে আদালত রায় দেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, “বাগেরহাটে কখনো তিনটি আসন ছিল না। ৩০ জুলাই ইসি অন্যায়ভাবে খসড়া প্রজ্ঞাপন জারি করেছিল, পরে ৪ সেপ্টেম্বর গেজেটে চারটি আসনের মধ্যে একটি কেটে দেয়। আমরা এর বিরুদ্ধে রিট করি, আদালত সেই গেজেট অবৈধ ঘোষণা করেছেন।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান জানান, আদালত রুল যথাযথ ঘোষণা করে নির্বাচন কমিশনের নতুন গেজেট অবৈধ ঘোষণা করেছেন। এর ফলে বাগেরহাটে চারটি ও গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন বহাল থাকছে।
উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। আগে বাগেরহাট-১ ছিল চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট, বাগেরহাট-২ সদর-কচুয়া, বাগেরহাট-৩ রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা এলাকা নিয়ে গঠিত ছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট