ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।
সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনটি এবারও রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যদিও ঢাকার অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তবে এই আসনটি এখনো ফাঁকা রেখেছে দলটি।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতন কার্যক্রমের উদ্বোধন করেন।
দলটির মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের প্রার্থীদের জন্য এটি মাত্র ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো