আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় এক লাখ সেনা সদস্য, ৩৫ হাজার বিজিবি, সাড়ে পাঁচ লাখ আনসার এবং প্রায় চার হাজার নৌবাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে আমরা শক্ত অবস্থান নিয়েছি। প্যাট্রোলিং সংখ্যা বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, যেখানে-সেখানে খোলা তেল বিক্রি নিষিদ্ধসহ নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে। সন্দেহভাজন কাউকে দেখলেই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করছি। বাহিনী যেহেতু শক্ত অবস্থানে থাকবে, তাই পরিস্থিতি স্বাভাবিক থাকবে—কোনো ধরনের আশঙ্কা নেই।
সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। অনেকে অভিযোগ করেন, কিছু সন্ত্রাসী দ্রুত জামিন পেয়ে যায়। আমি অনুরোধ করব—এ ধরনের অপরাধীদের যেন সহজে জামিন না দেওয়া হয়।
অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এখনও কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। এগুলো দ্রুত উদ্ধার করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে কোনো বহিরাগত সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি এয়ারপোর্টে আগুনের ঘটনায় অস্ত্র ও গোলাবারুদ খোয়া যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত কমিটি কাজ করছে। ফলাফল পাওয়ার পরই প্রকৃত তথ্য জানা যাবে।
সন্দেহভাজন কাউকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলে পরিস্থিতি অবনতি ঘটবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এমন আশঙ্কা নেই। যেমন বাড়িতে সন্তান দুষ্টুমি করলে তাকে শাসন করা হয়, তেমনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক।
এনএনবাংলা/

আরও পড়ুন
আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের হকি সিরিজ
বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন