নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের মাত্র ছয় মাসের মধ্যেই আলোচনায় উঠে এসেছেন নীলফামারী জেলার সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ। দলের উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক মো. সারজিস আলম তাঁকে নীলফামারী-২ (সদর) আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মনোনীত করেছেন।
ডা. কামরুল ইসলাম দর্পণ বলেন, “আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার আশাবাদী। ইতোমধ্যে নিয়মিতভাবে এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছি এবং জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। জনগণ যদি আমার সঙ্গে থাকে, তাহলে বিএনপি ও জামায়াতকে পরাজিত করে বিপুল ভোটে বিজয় অর্জন সম্ভব।”
নীলফামারী-২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৭১ হাজার।
জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলেট বলেন, “ডা. কামরুল ইসলাম একজন মানবিক সমাজসেবী। প্রায় ২০ বছর ধরে তিনি নীলফামারীর অসহায় ও গরিব মানুষের পাশে থেকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। গণমানুষের সেবার লক্ষ্যে তিনি ‘নাগরিক হাসপাতাল’ প্রতিষ্ঠা করেছেন, যেখানে ন্যায্যমূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয়।”
জেলা এনসিপির আহবায়ক আব্দুল মজিদ বলেন, “নীলফামারী-২ আসনে ডা. কামরুল ইসলাম দর্পণ একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে জেলার সর্বস্তরের মানুষের সমর্থন পেয়েছেন। আমি আশাবাদী, আসন্ন নির্বাচনে তিনি এখান থেকে বিজয়ী হবেন ইনশাল্লাহ।”
স্থানীয় সূত্র জানায়, স্বাস্থ্যসেবায় অবদান ও সহজ-সরল জীবনধারার কারণে এলাকাবাসীর মধ্যে ডা. কামরুল ইসলামের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। ফলে আগামীর নির্বাচনে এনসিপির হয়ে তিনি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন
কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
জয়পুরহাটে বৃষ্টির পানি মত ঝড়ছে কুয়াশার জনজীবন স্থবির, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন