December 31, 2025
Tuesday, November 11th, 2025, 6:36 pm

নকলা উপজেলা কৃষি কর্মকর্তার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সোনাইমুড়ীতে কলম বিরতি

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সোনাইমুড়ীতে শেরপুর নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত হামলা ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে কলম বিরতি শেষে মানববন্ধন করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার মোঃ আলাউদ্দিন, মইনুল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, আউয়ুব নবী, নাছরিন আক্তার।