রাজধানীতে ফের বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগের দিন সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীতে মোট ছয়টি স্থানে আগুনের ঘটনা ঘটে, যার মধ্যে অন্তত পাঁচটি ছিল গণপরিবহনে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর