উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধ দশ বছর বয়সী যমজ বোন সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা অবশেষে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দীর্ঘ সাড়ে দেড় মাস চিকিৎসা শেষে বুধবার (১২ নভেম্বর) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
বিদায়ের মুহূর্তে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের চোখে ছিল আনন্দাশ্রু। সবার মুখে ফুটে উঠেছিল স্বস্তির হাসি—মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে দুইটি ছোট প্রাণ।
ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মাইলস্টোন স্কুলের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ৫৭ জনের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ জন প্রাণ হারান, তিনজন এখনো ভর্তি আছেন, তবে তারা আশঙ্কামুক্ত।
তিনি আরও বলেন, সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসক, নার্স ও স্টাফদের নিবিড় পরিচর্যা এবং নিরলস প্রচেষ্টায় তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা পাওয়া গেছে।
এসময় সিঙ্গাপুর, ভারত, চীন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইনস্টিটিউটের পরিচালক।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন এবং ১২৪ জন আহত হন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান
মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক সেই হান্নানের জামিন
শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম গ্রেপ্তার