ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় মধ্যরাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে।
চান্দুরা শাখার ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাতের বেলা বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিস এসে তা সম্পূর্ণ নেভায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছেন। এতে অফিসের কাগজ ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে, তবে টাকার কোনো ক্ষতি হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। বিষয়টি তদন্তাধীন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কেউ দায়ীদের চিহ্নিত করতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো