আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি রাজনৈতিক দল।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সর্বস্তরের জনশক্তি নিয়ে রাজপথে অবস্থান করবেন। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া শুক্রবার (১৪ নভেম্বর) পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
দলগুলোর পাঁচ দফার মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। ১৬ নভেম্বরের মধ্যে দাবিগুলো মানা না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে দলগুলো।
অধ্যাপক মুজিবুর রহমান জানান, “১৬ নভেম্বর সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচির চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তার আগে যদি জনগণের দাবি না মানা হয়, তাহলে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান শুরু হবে, ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো