রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিছু এলাকায় বেশ কিছু বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূল উৎস বিনষ্ট করতে আজ এবং আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডাকসু মাঠে থাকবে। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এছাড়া আজ রাত এবং আগামীকাল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হবে।
পোস্টে সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নামার আহ্বান জানান।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল