ঢাকার একটি আদালত রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী ও তিন সন্তানকে দেশত্যাগে নিষিদ্ধ করেছেন। বুধবার (১২ নভেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় আসছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে জুনায়েদ জুলকার নায়েন তিয়ান, ছেলে জুন্নুন সাফওয়ান এবং মেয়ে তাসনিয়া তারান্নুম নাওমী।
দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম আদালতে জানিয়েছেন, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালে অনুমোদিত ঋণকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন, বিশেষ করে সন্তানদের বিদেশে পড়াশোনার খরচ মেটাতে। এছাড়া তার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলিতে তৃতীয় পক্ষ থেকে নগদ অর্থ গ্রহণ ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ জমা করার ঘটনা রয়েছে। এ ধরনের লেনদেন এবং কার্যক্রমহীন প্রতিষ্ঠানগুলোতে অর্থ স্থানান্তর মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
দুদক আশঙ্কা প্রকাশ করেছে যে, এই অভিযোগে জড়িত ওবায়েদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের হকি সিরিজ
বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন
ঢাকায় ধোলাইপাড়ে বাসে আগুন