November 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 12th, 2025, 6:47 pm

দুইটি ট্রলারাহ ১৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

ফাইল ফটো

 

সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারে যাওয়া দুইটি ট্রলারসহ ১৩ জন জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ধরে নিয়ে গেছে। কক্সবাজারের টেকনাফের কায়ুকখালী বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সময় একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আরাকান আর্মি ট্রলারসহ আরও একটি ট্রলার আটক করে ১৩ জেলেকে অপহরণ করে। ট্রলার মালিক মো. সৈয়দ আলম জানিয়েছেন, “এভাবে চলতে থাকলে জেলে ও ট্রলার মালিকদের জীবন বিপদে পড়ে যাবে। সরকার দ্রুত পদক্ষেপ নিক।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেছেন, “ঘটনার তথ্য আমরা ট্রলার মালিকদের কাছ থেকে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ধরে নেওয়া জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।”

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযায়ী, গত ১১ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ৩৫০ জন জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হলেও এখনও ১৫০ জন জেলে আরাকান আর্মির দখলে রয়েছে। এতে সাগরে মাছ শিকারে বের হওয়া জেলেদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এনএনবাংলা/