নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন চেম্বার আদালত স্থগিত করেছে। এ সিদ্ধান্ত আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার দেন। জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ১৭ নভেম্বর মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন।
এর আগে, গত ৯ নভেম্বর হাইকোর্ট আইভীকে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই আদেশ স্থগিতের আবেদন করে। জানা গেছে, গত ৯ মে বিভিন্ন অভিযোগ—জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা ও হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা—সংক্রান্ত পৃথক পাঁচ মামলায় আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক রাষ্ট্রপক্ষে শুনানি করেন। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু।
এনএনবাংলা/

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা