Wednesday, November 12th, 2025, 7:41 pm

নির্বাচন সচেতনতা বৃদ্ধিতে রংপুরে ডেমক্রেসিওয়াচ এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

রংপুর প্রতিনিধি:

জাতীয় উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এর উদ্যোগে “Functional Activism and CSO Initiatives for Non-discrimination and Gender Equality (FACING)” প্রকল্পের আওতায় রংপুর সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে সদর উপজেলার খলেয়া ইউনিয়নে গ্রাসরুট কো-অপারেশনে অনুষ্ঠিত হয় নির্বাচন বিষয়ক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা।

বুধবার সকাল ১০টায় রংপুর সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সহ-আহ্বায়ক তানজিলা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ৭০ জন নতুন ভোটার অংশগ্রহণ করেন। নির্বাচন বিষয়ে দশটি প্রশ্ন নিয়ে আয়োজিত কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের সাথে নির্বাচন বিষয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং নাগরিক দায়িত্ব নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেমক্রেসিওয়াচের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীমা আক্তার। এছাড়া ডেমক্রেসিওয়াচ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার খুরশিদা জাহান।

এই আয়োজনের মাধ্যমে নতুন ভোটারদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলো বলে আয়োজকরা জানান।