কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের উৎসবে মেলা ও খেলা লাল ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব)। উদ্বোধন শেষে বই মেলা, কারুশিল্প ও উদ্যোক্তা মেলা, পিঠা উৎসব, চিত্র প্রদর্শনী, ফুটবল খেলা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল খেলার আয়োজন করা হয়।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে মেলা ও খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কামশনের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
প্রধান অতিথি সস্ত্রীক উপস্থিত হওয়ায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুল ছিটিয়ে তাদের বরণ করে নেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।
ফুটবল খেলা শেষে ম্যারাথন দৌড়, সাইক্লিং ও বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মেলা ও খেলায় হাজার হাজার কিশোর-কিশোরী, নারী-পুরুষ, উৎসুক বিপুল সংখ্যক সাধারণ জনতা উৎসাহ ও উদ্ধিপনার মাধ্যমে উপভোগ করে থাকেন।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার