November 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 12th, 2025, 7:52 pm

সোনাইমুড়ীতে মহাসড়কের উপর অবৈধ দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়কের উপর অবৈধ দখলদার, গাছ, বালু ও ইট ব্যবসার কারনে সড়ক দূর্ঘটনায় মৃত্যু ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায়

বারাহিপুরের সর্বস্তরের জনগণের আয়োজিত মানববন্ধনে অ বর্ণ সোস্যাল অর্গানাইজেশনের সেচ্ছাসেবী মোঃ রায়হান সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ,

৮নং সোনাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী হিরন, বিশিষ্ট সমাজসেবক মাসুদের রহমান, নিহত শোহেবের জেঠা হুমায়ুন কবির, মোঃ মোছলেহ উদ্দিন রাফি, মোহাম্মদ হাছিন, মোঃ রিয়াদ, আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অ বর্ণ সোস্যাল অর্গানাইজেশনের এর সিনিয়র সেচ্ছাসেবী জোবায়ের হোসেন নিশান, আসিক হাসান, তাশরিফুল ইসলাম,

আজাদ হোসেন, জালাল উদ্দিন,  মোঃ রাজু, মোঃ সজলসহ এলাকাবাসী।