জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতসহ আট দল তাদের দাবি আদায় করেই ঘরে ফিরবে বলে আশা করছি। গণভোট বাংলাদেশে হবেই—বিএনপি শত বছর অপেক্ষা করলেও তা ঠেকাতে পারবে না।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চাঁদাবাজি ও মামলাবাজিই বিএনপির এক বছরের সবচেয়ে বড় অর্জন।’ তিনি অভিযোগ করে আরও বলেন, শোনা যাচ্ছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। আসলে গত এক বছরে টাকার বিনিময়েই সব মামলা তুলে নেওয়া হয়েছে, সেটারই স্বীকৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির একমাত্র সফলতা চাঁদাবাজি ও মামলাবাজি—এ নিয়েই তারা জনগণের কাছে ভোট চাইবে?
সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি। কিন্তু একটি দল সংস্কারের প্রক্রিয়া থেকে সরে গেছে। দেশের বড় একটি প্রজন্ম এখন সংস্কার চায়—জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেটাকে অবশ্যই সম্মান জানাতে হবে।
বিএনপিকে সংস্কারের পথে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনগণের অনুভূতি বুঝতেন বলেই নেতৃত্ব দিতে পেরেছিলেন। কিন্তু বর্তমান বিএনপি নেতৃত্ব জনগণের পালস বোঝে না। তাই ইগো ছেড়ে সংস্কারের পথে ফিরে আসতে হবে।
সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সংকট হলো—রাষ্ট্র ও জনগণ থেকে সরকারের বিচ্ছিন্নতা। ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এককভাবে পথ চলা শুরু করেছে। আন্দোলনরত শিক্ষক, চিকিৎসক ও নার্সদের পুলিশ দিয়ে দমন করা হয়েছে। এখন সবার মুখে একটাই প্রশ্ন—সংস্কার প্রয়োজন আছে, নাকি নেই?
তিনি আরও বলেন, একটি সরকারের দায়িত্ব হলো বঞ্চিত মানুষদের অধিকার নিশ্চিত করা। চেয়ারে বসা মানে জনগণের দাবি বোঝা ও তা পূরণের চেষ্টা করা। তাই সরকারের প্রতি আহ্বান, জনগণকে একটি কার্যকর স্বাস্থ্য কাঠামো দিন।
শেষে তিনি বলেন, শোনা যাচ্ছে কাল আওয়ামী লীগের লকডাউন। কাল সব দলই মাঠে থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট।
এনএনবাংলা/

আরও পড়ুন
কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের হকি সিরিজ
ঢাকায় ধোলাইপাড়ে বাসে আগুন
দুইটি ট্রলারাহ ১৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি