অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা দেশের বাইরে ছুটি কাটাতে গেলেই ভক্তদের চোখে পড়েন। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত তার নতুন কিছু ছবিতে দেখা গেছে, প্রভা এখন থাইল্যান্ডের সমুদ্র ও দ্বীপে অবসর সময় কাটাচ্ছেন।
বুধবার সন্ধ্যায় শেয়ার করা ছবিগুলোতে প্রভাকে হালকা নীল রঙের পোশাকে নৌকায় বসে থাকতে দেখা গেছে। ঐতিহ্যবাহী কাঠের লং-টেইল বোটটি ফুল ও ফলের ঝুড়ি দিয়ে সাজানো। চারপাশের নীল সমুদ্র, খাড়া পাহাড় এবং প্রভার হাস্যোজ্জ্বল মিষ্টি ভঙ্গি ছবিগুলোতে এক বিশেষ আনন্দময় মুহূর্ত যোগ করেছে।

ছবির ক্যাপশনে প্রভা সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক বার্তা দিয়েছেন। লেখেছেন, “আমি দেখছি আমার সমালোচকরা অতিরিক্ত কাজ করছে। আমার সাক্ষাৎকার, ভ্রমণ, হাসি—সবকিছুই তারা অনুসরণ করছে। চিন্তা করো না, প্রভার এই শো-তে তোমাদের বিনামূল্যে সাবস্ক্রিপশন এখনও চালু আছে! নাটক উপভোগ করো।”
যদিও প্রভা স্পষ্টভাবে অবস্থান প্রকাশ করেননি, ছবির পরিবেশ ও নৌকার ধরন থেকে বোঝা যাচ্ছে তিনি থাইল্যান্ডের বিখ্যাত ক্রাবি বা এর কাছাকাছি কোনো দ্বীপে অবসর যাপন করছেন।

ভক্তরা প্রভার এই ভ্রমণভিত্তিক ছবিগুলোতে বিভিন্ন মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাকে শুভকামনা জানিয়েছেন এবং তার সৌন্দর্যের প্রসংশা করেছেন।
প্রভা বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি সিনেমাতেও নাম লিখিয়েছেন। সম্প্রতি তিনি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট: তিন ব্যাটারে বাংলাদেশের দুর্দান্ত দিন
শাকিব খানের ‘প্রিন্স’ ছবিতে ফারিণ
তিন মাস গোপন রাখার পর দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ খান