November 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 12th, 2025, 9:11 pm

কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের হকি সিরিজ

ছবি: মঈন আহমেদ

 

আগামীকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের হকি সিরিজ। সিরিজের বিজয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার।

ভারতে গিয়ে এশিয়া কাপে অংশ না নেওয়া পাকিস্তানকে এই প্লে–অফ সিরিজ খেলার সুযোগ দিয়েছে বিশ্ব হকি ফেডারেশন। ষষ্ঠ স্থান অর্জন করা বাংলাদেশের সঙ্গে তারা মুখোমুখি হচ্ছে।

সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল (১৩ নভেম্বর) দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার দুপুর ৩টায়, আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর।

দুই দল সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে হেরেছিল। অতীত রেকর্ড অনুযায়ী, পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য সহজ নয়।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের হকি দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেছেন, “আমাদের আর পাকিস্তানের মধ্যে বড় পার্থক্য আছে। সেই পার্থক্য কমানোই এখন লক্ষ্য। যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি, মাঠে নেমে লড়ব।”

নিজের সাবেক দলকে নিয়ে মৃদু রসিকতাও করেছেন আইকম্যান, “আমি ওদের বলেছি, আমার শেখানো কৌশল দিয়েই যেন আমাকে হারাতে না আসে (হাসি)!”

বাংলাদেশি হকি প্রেমীরা আগ্রহের সঙ্গে সিরিজটি দেখার অপেক্ষায়। মাঠের লড়াইয়ে কে দেবে জয়—বাংলাদেশ নাকি পাকিস্তান, তা আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে।

এনএনবাংলা/