November 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 2:33 pm

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে গোপালগঞ্জে দুটি পৃথক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটেছে গণপূর্ত বিভাগের কার্যালয়ে, অপরটি গ্রামীণ ব্যাংকের একটি শাখায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের অফিস প্রাঙ্গণে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সেখানে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। পরবর্তীতে অফিসের কর্মচারীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গণপূর্ত অফিসের নিরাপত্তা কর্মী আব্দুর রহিম জানান, গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন অফিসের ভেতরে আগুন জ্বলছে। তিনি আরও বলেন, কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, তা আমরা বুঝে উঠতে পারিনি।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, একই রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ জানায়, গভীর রাতে একটি কালো রঙের মাইক্রোবাস থেকে ৫–৬টি বোমা ছোড়া হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ভবনের ক্ষয়ক্ষতি হয়নি।

এই দুই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এনএনবাংলা/