চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য সেলুন জোয়ার্দারের ছোট ভাই ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।
ডিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘোষিত লকডাউন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক পৌর মেয়র টোটনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: মেডিকেল বোর্ড
ওবায়দুল কাদেরের ‘পালক পুত্র হিরু’র বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার