November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 3:54 pm

লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে: রিজভী

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। নানা কর্মসূচি ও বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করা হলে, ৫ আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এনএনবাংলা/