December 31, 2025
Thursday, October 21st, 2021, 12:46 am

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আঞ্জুমান-ই-রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীর উদ্যোগে বর্ণাঢ্য রেলি

অনলাইন ডেস্ক :

আঞ্জুমান-ই-রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীর উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সামনেথেকেশাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের হয়। লাখো নবী প্রেমী জনতার উচ্ছ্বাসমুখর অংশগ্রহণে রাজধানীতে এই জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর বুধবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:) শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় আজিমুশ্শান জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, জাতীয় পতাকা ও নানা প্লেকার্ড ও ফেস্টুন বহন করে নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগানে স্লোগানে রাজধানীর রাজপথ মুখরিত করে তোলে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শান্তি মহাসমাবেশে সভাপতিত্ব করেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট হযরত শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।