November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 6:36 pm

দৈনিক নিউ নেশন সংবাদ প্রকাশের পর ৬৯নংমহিউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ স্থাপন ও মাঠের জন্য বরাদ্দ দিলেন উপজেলা প্রশাসন।

ডামুড্যা( শরীয়তপুর )সংবাদদাতা:

ডামুড্যা উপজেলায় ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকরী ৬৯ নং মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন সমস্যা গত ১৪ই অক্টোবর দৈনিক ইত্তেফাকের সংবাদ প্রকাশের পর ছাত্র ছাত্রীদের বিশুদ্ধ পানি জলের ব্যবস্থার জন্য একটি গভীর নলকূপ স্থাপন ও খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের আশেপাশে বছরের ছয় মাসই থাকে প্লাবিত ছাত্রছাত্রীদের যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত স্থানীয় জনতার ভাষ্যমতে বিশুদ্ধ পানি জলের ব্যবস্থার জন্য বারবার আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের ভাগ্য জোটেনি একটি গভীর নলকূপ। বিদ্যালয়ের বারান্দাতেই খেলাধুলা ছোটাছুটি করে শিশু শিক্ষার্থীরা। মাঠ না থাকায়  কারণে খোলা জায়গায় খেলাধুলা করতে পারছেন না কোমলমতি শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ ওমর ফারুক বলেন অনেক পানি পিপাসা লাগলেও পানি খেতে পারছি না। টিউবওয়েল না থাকায় অনেক দূর থেকে পানি আনতে হয় আমাদের। চতুর্থ শ্রেণীর ছাত্রী হাসিবা বলেন বর্ষার ৬ মাসে আমাদের বিদ্যালয়ের চারিদিকে প্লাবিত হয়ে যায়। আমরা হাঁটু পানি দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা বলেন অনেক সময় বিদ্যালয়ে আসতে হলে বই খাতা ভিজে যায়। বিদ্যালয়ের রাস্তায় হাঁটু পানি থাকে বই ভিজে গেলে আর সেদিন বিদ্যালয়ে আসা হয় না। বিদ্যালয় যাতায়াতের পথে পানি প্লাবিত হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা পানিবাহিত রোগে আক্রান্ত হতে হয়।  ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন ইত্তেফাক সংবাদ প্রকাশের পর এমরিকা থেকে মুঠোফোনে যোগাযোগ করে এবং আমি আমার স্যারকে অবহিত করি স্যারের সাথে যোগাযোগ করে এই নলকূপ স্থাপন করেন।। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু বলেন বিষয়টি আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারি এবং মাঠ ভরাটের জন্ বরাদ্দ দিয়েছি। যাতে করে কোমলমতি  ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারে এবং কি জেলা ও জাতীয় পুরস্কার আনতে পারে।