November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 6:40 pm

অঞ্জলিকা সাহিত্যপত্র- এর আয়োজনে জমজমাট হেমন্তকালীন কবিতা উৎসব

রংপুর ব্যুরো :

মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হলো জমজমাট হেমন্তকালীন কবিতা উৎসব। বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজন করা হয় এই উৎসবের। উৎসবে  ছিল স্বরচিত ছড়া ও কবিতা পাঠ, আবৃত্তি আলোচনা এবং গান। অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদত এর সভাপতিত্বে কবিতা উৎসবে বিশেষ অতিথি ছিলেন কবি বিমলেন্দু রায়, সাংবাদিক সুলতান আহমেদ সোনা, কবি তৌহিদা খাতুন, কবি  জোসেফ আক্তার, লেখক আনোয়ারুল ইসলাম রাজু এবং আজহারুল ইসলাম আল আজাদ।

উৎসবে ছড়া কবিতা পাঠ, শুভেচ্ছা আলোচনা, আবৃত্তিতে অংশ নেন : বাদল রহমান, তৈয়বুর রহমান বাবু, সেবু মোস্তাফিজ, এমাদ উদ্দিন আহমেদ, নাহিদা ইয়াসমিন, রাশেদুন নবী সাজন,জিন্নাতুন নাহার, ড,নাসিমা আক্তার, শাহ আলম, সাহিদা মিল্কি, নাজিরা জাহান, শরীফ সুমন, ধ্রুবক রাজ, জাকির আহমদ, এস এম শহিদুল আলম, মুসাফা আক্তার, আহসান হাবীব রবু,এম আর মাহফুজ, এহসানুল হক সুমন, জেনিফার এলি, দিনাজি সিরাজ, হাসনাইন রাব্বি, ওবায়দুল মজিদ, তৌফিক এলাহী, মিলন, সুফি জাহিদ হোসেন, এইচ বি লাভলী, মারুফ হোসেন মাহবুব, সাবিনা ইয়াসমিন মিতা, মামুনুর রশিদ, হাফিজ রেদওয়ান,মোহাম্মদ লুৎফর রহমান, তাপস মাহমুদ, কামরুন লায়লা জেসি, রুমানা বেগম, জাহিদ হোসেন, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম বুলেট, নিলুফা ইয়াসমিন, সেলিনা সাত্তার শেলী, নাইমা নিমো,জরিফা সুলতানা, এস এমইতি, মনজুদার রহমান প্রমূখ । উৎসবে গান গেয়ে শোনান রওশন আরা সোহেলী ও সাহিল ফারহান লিয়ন।