November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 6:49 pm

কুড়িগ্রামে  নাশকতার চেষ্টায় গত ২৪ ঘন্টায় ২০ জনসহ সর্বমোট ৩৩ গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি  :

কুড়িগ্রামে তথাকথিত লকডাউনে নাশকতার চেষ্টায় গত ২৪ ঘন্টায় ২০ জনসহ সর্বমোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেল এক  প্রেস রিলিজ এ জানায়,জেলা পুলিশ তথাকথিত লকডাউনে নাশকতার চেষ্টায় প্রথম ধাপে ১৩ জন গ্রেপ্তারের পর পরবর্তী ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনকারী মোট ২০ জনসহ সর্বমোট ৩৩ জন ফ্যাসিস্টকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার সময় গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের যুবলীগ সদস্য মো. আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং সাংগঠনিক সম্পাদক মো.নজির জোসেন (৪২), ঙ্গামোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম (৬২), ৩ নং ওয়ার্ড  রাবাইতারী আওয়ামীলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম (৫২), রাজারহাট চাকিরপশার ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মো. মোসলেম উদ্দিন মন্ডল (৫৪),ভূরুঙ্গামারী ৬ নং ওয়ার্ড পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো. আব্দুল মালেক (৫০), আন্ধারীঝার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমিন হোসেন (৩৯), কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. রেজাউল করিম রতন (৪৫),  নাগেশ্বরী পৌর যুবলীগের সভাপতি মোঃ আ. জব্বার (৪৮), হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলম (৪২), রায়গঞ্জ ইউনিয়ন কৃষকলীগের ওয়ার্ড সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু (৫০) প্রমুখ।