November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 6:52 pm

রংপুরের পীরগঞ্জে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ডলবাড়ীতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম সেবু মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, জামতলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা  রেজাউল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ার শাহাদাত,  পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার ও মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।