November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 14th, 2025, 3:09 pm

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিদ্ধান্তসমূহ তুলে ধরেন।

মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্থায়ী কমিটি স্বাগত জানিয়েছে এবং এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বিএনপি’র মহাসচিব বলেন, ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের সম্মতি জানতে গণভোটের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে দলটি।

স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিষয়ে তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একইসঙ্গে গণভোট আয়োজনকেও জনগণের মতামত যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/