অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন। ওই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র শুক্রবার (১৪ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অক্টোবরের দ্বিতীয়ার্ধে অজিত দোভাল আনুষ্ঠানিকভাবে খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের প্রেক্ষিতে তিনি ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনে অংশ নেবেন।
দুদিনের এ সফরের সময়সূচিতে এখন পর্যন্ত দুই নিরাপত্তা উপদেষ্টার আলাদা বৈঠকের বিষয়টি ঢাকা নিশ্চিত করেনি। তবে ভারতীয় একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে— সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে দুই দেশের নীতি–নির্ধারকদের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠানের আগ্রহ রয়েছে। তাই সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে দ্বিতীয় উপদেষ্টার ভারত সফর। এর আগে গত ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ অংশ নিতে দিল্লি সফর করেছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
বাংলাদেশ–ভারত নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ সময়েই হচ্ছে খলিলুর রহমানের এই সফর, যা দুই দেশের কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আনোয়ার খান মডার্ণ হাসপাতাল: সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ, যার পুরোটাই খেলাপি
হাসিনার উল্টো সুর, বলছে ‘পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত নেই’
নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো ‘নবান্ন উৎসব’