November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 2:48 pm

পরকীয়ার জেরে ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা: বন্ধু জরেজ ও প্রেমিকা গ্রেফতার

 

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু জরেজুল ইসলাম ও জরেজুলের প্রেমিকা শামীমা আক্তার ওরফে কোহিনুর (৩৩)–এর বিরুদ্ধে।

শনিবার (১৫ নভেম্বর) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, ১৪ নভেম্বর কুমিল্লার লাকসামের বড় বিজরা এলাকা থেকে শামীমাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১১ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসায়িক পাওনা আদায়ের কথা বলে আশরাফুল তার বন্ধু জরেজুলের সঙ্গে রংপুর থেকে ঢাকায় আসেন। পরদিন সকাল থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিখোঁজের অভিযোগ পাওয়া যায়।

১৩ নভেম্বর হাইকোর্ট সংলগ্ন পানির পাম্পের কাছে রাখা দুটি নীল ড্রাম থেকে ২৬ খণ্ডে খণ্ডিত একটি লাশ উদ্ধার করে র‍্যাব। পরে আঙুলের ছাপ পরীক্ষায় লাশটি আশরাফুল হকের বলে নিশ্চিত করা হয়। এ ঘটনায় নিহতের বোন শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, শামীমা ও জরেজুলের এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল। তারা আশরাফুলকে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা হাতানোর পরিকল্পনা করেন—এ টাকার মধ্যে জরেজুলের ভাগ ৭ লাখ এবং শামীমার ৩ লাখ। পরিকল্পনা অনুযায়ী, শামীমা এক মাস আগে আশরাফুলের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাকে ঢাকায় নিয়ে আসে। টাকা আদায়ের উদ্দেশ্যে শামীমা ঘুমের ওষুধ প্রয়োগ করে আশরাফুলকে অচেতন করেন এবং ভিডিও ধারণ করেন।

র‍্যাব আরও জানায়, ১২ নভেম্বর দুপুরে অচেতন অবস্থায় থাকা আশরাফুলকে বেঁধে ফেলা হয় এবং মুখ বন্ধ করে জরেজ হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরদিন জরেজ বাজার থেকে চাপাতি ও ড্রাম কিনে লাশ ২৬ টুকরায় বিচ্ছিন্ন করে ড্রামে ভরে হাইকোর্ট এলাকার প্রধান সড়কের পাশে ফেলে দেয়। এরপর শামীমা কুমিল্লায় ফিরে যায়।

শামীমার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত দড়ি, স্কচটেপ, রক্তমাখা পোশাক ও হাফ প্যান্ট উদ্ধার করা হয়েছে। র‍্যাবের বিশ্বাস, মূল উদ্দেশ্য ছিল টাকা আদায়; তবে কোনো পূর্ব শত্রুতা ছিল কি না—তা তদন্তে বের হবে। ইতোমধ্যে ডিবি মূল আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

এনএনবাংলা/